প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২০ ইং ।। ২০ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, পুরনো অ্যাজমা সমস্যা নিয়ে ২ দিন ধরে তিনি সিএমএইচে আছেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
সাইফুর রহমান জানান, গত দুদিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি সুস্থ আছেন। করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।
নিউজটি শেয়ার করুন .. ..