প্রকাশিত: রবিবার ৩১ জানুয়ারি ২০২১ইং ।। ১৬ই ১৪২৭ মাঘ বঙ্গাব্দ (শীতকাল) , ১৫ই জামাদিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : সিরাজদিখান, প্রতিনিধি : ঢাকা জেলার নবাবগঞ্জ আগলা প্রগতি সংঘের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানের তেঘরিয়া যুব সংঘের সভাপতি সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তেঘরিয়া যুব সংঘের সভাপতি শেখ শহিদুল্লাহ সোহেল তার বক্তব্যে বলেন, আগলা প্রগতি সংঘের আয়োজনে কবি কায়কোবাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি নক আউট পদ্ধতির প্রথম রাউন্ডের খেলায় আগলা কায়কোবাদ মাঠে তেঘরিয়া যুব সংঘ, মিরপুর পল্লবিকে হারিয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। ২৮ জানুয়ারি তাদের জানানো হয়, ৩০ জানুয়ারি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তখন তেঘরিয়া যুব সংঘের সভাপতি খেলাটি পিছিয়ে দেওয়ার দাবী জানান। ৫ দিন আগে জানানোর কথা থাকলেও ২ দিন আগে জানায় তারা। তাতে করে তেঘরিয়ার খেলোয়ার আসতে পারেনি। আগলা প্রগতি সংঘের প্রতারণার জন্য এ কাজ করেছে। শুধু তাই নয় সেমি ফাইনাল খেলায় আমাদের ক্লাবের নাম ব্যবহার করে অন্য ২ জন খেলোয়ারদের দিয়ে খেলা পরি
নিউজটি শেয়ার করুন .. ..