প্রকৌশলী মামুনুর রশিদের গজারিয়ায় কর্মরত ডাক্তার নার্স কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীদের পিপিই বিতরণের উদ্যোগ

0
17
প্রকৌশলী মামুনুর রশিদের গজারিয়ায় কর্মরত ডাক্তার নার্স কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীদের পিপিই বিতরণের উদ্যোগ

প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২০ ইং ।। ২৩ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ১২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার নার্স কর্মকর্তা-কর্মচারী ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের উন্নত মানের ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) বিতরণের উদ্যোগ নিয়েছেন এলজিইডি’র প্রকল্প পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মামুনুর রশিদ।

প্রকৌশলী মামুনুর রশীদ জানান, চলমান করোনা দুর্যোগে সম্মুখ যুদ্ধে ডাক্তার-নার্স ও সাংবাদিকদের মধ্যে তিনি  উন্নত মানের ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) প্রদান করবেন। এসবের মধ্যে থাকবে বিশেষভাবে তৈরি পোশাক, এন-৯৫ মাস্ক, চশমা, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুবিধার্থে দুটি ইনফ্রারেড থার্মোমিটারও বিতরণ করবেন তিনি। আগামী দু-একদিনের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে সেজন্য তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ড পরিমান সংখ্যক কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। দেশের প্রতি নিবেদিতপ্রাণ এসকল কর্মকর্তা-কর্মচারী খুব দ্রুত  আল্লাহপাকের কৃপায় সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।                                                     নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন