প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ইং ।। ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : পদ্মা সেতুর ৭শ’ বাংলাদেশী শ্রমিককে বিদায় জনানো হয়েছে মঙ্গলবার। মাওয়া প্রকল্প এলাকা থেকে সকালে এই বিদায় জানানো হয়। তবে সুখবর হচ্ছে- মূল সেতু থেকে বিদায় জানানো হলেও সেতুর রেল লিংক প্রকল্পে তাদের যোগদানের সুযোগ করে দেয়া হয়েছে। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে এই শ্রমিকরা প্রকল্পটির পিয়ার (খুঁটি) তৈরির কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন। বিদায় লগ্নে ছয় বছরের নানা স্মৃতি মনে করতেই অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে প্রকল্পের কয়েকটি ট্রাকে করে তাদের নতুন প্রকল্পের শ্রীনগর ক্যাম্পে পৌঁছে দেয়া হয়। এই রিপোর্ট লেখার সময় সংশ্লিষ্টরা জানিয়েছেন- নতুন ক্যাম্পে এই শ্রমিকরা পৌঁছে গেছেন।
এই বিপুল সংখ্যক শ্রমিকদের আনুষ্ঠানিক বিদায় জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ার মো. আব্দুল কাদের। তিনি দুপুরে বলেন, মূল সেতুর সাবস্ট্রাকচারের (পাইলিং ও পিয়ার) কাজ শেষ হওয়ায় বাংলাদেশী ৭শ’ শ্রমিককে আজ বিদায় জানানো হয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। তবে ভাল খবর-তাদের বেকার থাকতে হচ্ছে না। পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের কাজ একই ঠিকাদার (এমবিইসি) পাওয়ায় এই সব অস্থায়ী শ্রমিকরা সেখানে ট্রান্সফারপূর্বক নিয়োজিত হয়েছেন। তবে সবার সেখানে কাজে যোগ দেওয়ার সুযোগ থাকলেও অনেকে চলে যাবে অন্যত্র। এদের সাথে আমার ছয় বছরের চেনাজানা। মমতার বিশেষ বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। বিদায়কালে অনেকেই নষ্টালজিয়ায় হারিয়ে যান। তবে সবাই খুশি মনেই বিদায় নিয়েছে। তিনি বলেন, সেতুর শেষ পিয়ারের এর ফর্মওয়ার্ক রিমুভ ও ফিনিশিং এর কাজ শেষ হওয়ার পর এ মাসের পূর্ণ পারিশ্রমিক অত্র প্রকল্পের ঠিকাদার পরিশোধ করেছে। আরও জানান, বর্তমান পরিস্থিতে সকল শ্রমিক তথা দক্ষ জনবল প্রকল্পের ভিতরে রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওরাই ছিল একরকম পদ্মা সেতুর মূল ভিত তৈরির অন্যতম সহায়ক। “ বিদায় !!! ভালো থাকুক আমাদের হিরোগুলো, শুভ নববর্ষ-১৪২৭”।