প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯।। ৩০শে আশ্বিন,১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: মাওয়া প্রতিনিধি : পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসানো হতে পারে আজ। জাজিরা প্রান্তের ২৩ ও ২৪ নম্বর পিলারে বসানো হবে স্প্যানটি।
১৫তম স্প্যান বসানো হলে পদ্মা সেতুর ২ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হবে। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় এবং তীব্র স্রোতে দীর্ঘ সময় বন্ধ ছিল স্প্যান বসানোর কাজ। জাজিরা প্রান্তে বিশেষ কাঠামোর ওপর রাখা ১৫তম স্প্যানটি সোমবার আনা হয় নির্ধারিত পিলারের কাছে।
তবে পিলারের চ্যানেলে নাব্য সংকট থাকায় স্প্যান উত্তোলনে অতিরিক্ত একদিন সময় রেখেছে কর্তৃপক্ষ। নদীর তলদেশের পলি সরানোর পর তোলা হবে স্প্যানটি।
সেক্ষেত্রে মঙ্গলবার সম্ভব না হলেও স্প্যানটি বুধবার তোলা হতে পারে বলে জানিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী।
এ বছরের ২৯ জুন ১৫ ও ১৬ নম্বর পিলারে বসানো হয়েছিল সেতুর ১৪তম স্প্যান।