প্রকাশিত :শুক্রবার,২৯ মে ২০২০ ইং ।। ১৫ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মাওয়া থেকে :আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল শনিবার জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হবে পদ্মা সেতুর ৩০তম স্প্যান। আর আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে স্প্যানটি একদিন পিছিয়ে রোববার বসানো হবে।
ইতোমধ্যে স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ শেষ হয়েছে। এ স্প্যানটি বসানো হলে সেতুর মূল অবকাঠামো দৈর্ঘ্য দাঁড়াবে ৪ হাজার ৫০০ মিটার।
৩০ ও ৩১তম স্প্যান দুটি বর্ষা মৌসুমের আগেই খুঁটির ওপর বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হয়ে যাবে। শুধু মাওয়া প্রান্তে বাকি থাকবে ১০টি স্প্যান স্থাপন করার কাজ। খুব শীঘ্রই এ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী সেতু কর্তৃপক্ষ।
নিউজটি শেয়ার করুন .. ..