পদ্মা সেতুর দুই পাশে চালুর অপেক্ষায় -২টি থানা ‘পদ্মা সেতু উত্তর’ও ‘পদ্মা সেতু দক্ষিণ’

0
69

প্রকাশিত:শনিবার,১৯ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর

নির্মাণাধীন পদ্মা সেতুকে ঘিরে চলছে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ। মূল পদ্মা সেতু ছাড়াও রয়েছে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, পুনর্বাসন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা।এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের কার্যক্রম পরিচালনার জন্য নির্মাণ করা হয়েছে দুটি থানা ভবন। ‘পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ’ নামে এই দুই থানার ভবন নির্মাণ কাজ শেষে হলেও প্রশাসনিকভাবে এখনও চালু করা সম্ভব হয়নি।কবে নাগাদ চালু হবে তা বলতে পারছেন না এই অঞ্চলের পুলিশের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে চারতলা এই ভবন দুটি নির্মাণ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন প্রতিটি থানায়।সংযোগ সড়কের টোলপ্লাজার পাশে থানা ভবনের অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা যায়,পদ্মা সেতুকে ঘিরে দুই পাড়ের জীবনযাত্রা পাল্টে গেছে।নতুন নতুন জনবসতি তৈরি হচ্ছে,নতুন নতুন হাট-বাজার বসছে।মানুষজন এখানে বাস করতে শুরু করছেন।তাই আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের প্রশাসনিক কার্যক্রম দরকার ছিল।মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মেদেনীমন্ডলে পদ্মা সেতুর টোলপ্লাজার অদূরে এই থানা ভবন দেখে খুশি এলাকার মানুষজন।

একইভাবে দক্ষিণপ্রান্তে শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর প্রান্তেও একই ধরনের ভবন তৈরি করা হয়েছে।এলাকাবাসীর দাবি,দ্রুত থানার কার্যক্রম শুরু করলে মানুষের জন্য অনেক উপকার হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন