পদ্মা সেতুতে ৩১তম স্প্যান বসানো হয়েছে, বাকি রইল দেড় কিলোমিটার

0
45
পদ্মা সেতুতে ৩১তম স্প্যান বসানো হয়েছে, বাকি রইল দেড় কিলোমিটার

প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২০ ইং ।। ২৭ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা :  পদ্মা সেতুতে ৩১তম স্প্যান ২৫ ও ২৬ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। বাকি রইল আর মাত্র দেড় কিলোমিটার সেতু।

আজ বুধবার দুপুরে বসানো হলো পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি। এটি বসানোর ফলে জাজিরা প্রান্ত থেকে শুরু করে একটানা ২৯টি স্প্যান দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুতে। আর বাকি রয়েছে মাত্র ১০টি স্প্যান, যার সবগুলোই মাওয়া প্রান্তে।

বর্তমানে পদ্মা সেতুর ২৯টি স্প্যান বা ৪.৩৫ কিলোমিটার একটানা দৃশ্যমান হওয়ায় জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় শুধুই পদ্মা সেতু। অর্থাৎ এই স্প্যানটি স্থাপিত হওয়ায় মাওয়ার কাছাকাছি পর্যন্ত দৃশ্যমান হলো পদ্মা সেতু।

বর্তমানে পদ্মা সেতুর মোট ৪,৬৫০ মিটার দৃশ্যমান হলো। বাকি থাকল ১৫০০ মিটার স্প্যান স্থাপন, যার কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। বর্ষার মাঝেও এ স্প্যানগুলো স্থাপনের কাজ চলমান রাখবেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন