পদ্মার তীর ঘেঁষে মেরিন ড্রাইভ তৈরি করা হবে

0
115
ফাইল ফটো

প্রকাশিত: শনিবার, ২৯ মে ২০২১ইং।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দোহারে পদ্মা নদীর তীর ঘেঁষে মেরিন ড্রাইভ তৈরি করা হবে। 

আজ (শনিবার) দুপুরে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা সরকারি কলেজের সভাকক্ষে উপজেলার অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন নগর গড়তে এক জরুরি সভায় এ কথা বলেন তিনি।

সভায় পদ্মা নদীর দোহারের অংশে নদী শাসন ও তীররক্ষা বাঁধ প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। এ সময় পদ্মা নদী শাসন ও তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন সালমান এফ রহমান।

তিনি আরো বলেন, মেরিন ড্রাইভ তৈরি করতে প্রথমে পদ্মায় ক্যাপিটাল ড্রেজিং করে দোহারের নদীর তীরবর্তী সীমানার ২০ বর্গ কিলোমিটার নিচু জমির উন্নয়ন করতে হবে। তাহলে পদ্মা নদীর দোহারের তীরবর্তী অংশ রক্ষা করে ৬ থেকে ৭ হাজার কিলোমিটার জমি উদ্ধার করা সম্ভব হবে। এ সব জমিতে গড়ে উঠবে পর্যটন নগরী। যা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

পদ্মার তীর ঘেঁষে মেরিন ড্রাইভ তৈরি করা হবে

সভা শেষে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাঝির চর এলাকা হয়ে মুকসুদপুর ইউনিয়ন পর্যন্ত পদ্মা নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ বাঁধ তৈরির কাজ পরিদর্শন করেন সালমান এফ রহমান।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় শাখার প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, নির্বাহী প্রকৌশলী দেওয়ান আয়নুল হক, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন মঞ্জু, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুনhttps://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন