পদ্মায় তীব্র স্রোত ও নাব্য সংকটে সীমিত আকারে চলছে ফেরি,ঘাটে যাত্রীদের ভিড়

0
8
পদ্মায় তীব্র স্রোত ও নাব্য সংকটে সীমিত আকারে চলছে ফেরি,ঘাটে যাত্রীদের ভিড়

প্রকাশিত :রবিবার, ৩০ আগস্ট ২০২০ইং ।। ১৫ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১০ই মুহররম, ১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্য সঙ্কটে কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল সীমিত করা হয়েছে। আজ সকাল থেকে এই নৌরুটে ছোট ও মাঝারি আকারের পাঁচটি ফেরি চলাচল করছে। ফেরি চলাচলে বেশি সময় লাগায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, নৌরুটে বর্তমানে পাঁচটি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক যান। এর মধ্যে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আছে। এসব ট্রাক গত তিন-চার দিন ধরে আটকা পড়েছে।

এদিকে নদীতে তীব্রস্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন .. ..     

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

https://www.facebook.com/BikrampurKhobor/     

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন