ন্যায়বিচার প্রতিষ্ঠা, সততা ও অনিয়ম দূরীকরণে মাহবুবে আলম চিরস্মরণীয় হয়ে থাকবেন।’-প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

0
37
ন্যায়বিচার প্রতিষ্ঠা, সততা ও অনিয়ম দূরীকরণে মাহবুবে আলম চিরস্মরণীয় হয়ে থাকবেন।’-প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রকাশিত : বৃহস্পতিবার,০৮ অক্টোবর ২০২০ইং ।। ২৩শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২১শে সফর,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গতকাল বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্মরণে সংবিধান, বিচার বিভাগ ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘বিচারপ্রার্থীদের শেষ আশ্রয়স্থল হলো বিচার অঙ্গন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অনেক চেষ্টা চালিয়ে গেছেন।

অনুষ্ঠানের শুরুতেই অ্যাটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অ্যাটর্নি জেনারেলকে স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, ‘ভার্চুয়াল আদালতের অন্যতম প্রবক্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দেশে করোনা পরিস্থিতিতে আদালত অঙ্গন সচল রাখতে তিনি অনেক অবদান রেখেছেন।’
তিনি আরো বলেন, ‘১৯৮২ সালে হাইকোর্টে তাঁর সঙ্গে পরিচয় হয়। কিন্তু তাঁর সঙ্গে সখ্যতা তৈরি হয় ১৯৯২ সালে। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি বুদ্ধি ও পরামর্শ দিয়ে আমার জয়ে অবদান রাখেন।’
বিচারাঙ্গনের দূর্নীতি দূর করতে অ্যাটর্নি জেনারেলের কথা স্মরণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আদালতের ফাইলিং সেকশন এবং বিভিন্ন শাখায় অনিয়ম রয়েছে। এসব অনিয়ম দূর করতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আমাকে পরামর্শ দিয়েছেন সেন্ট্রাল ফাইলিং করার জন্য। এতে ৫০ ভাগ অনিয়ম দূরীভূত হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি রাজি না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না।
আমি মনে করি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সততা ও অনিয়ম দূরীকরণে মাহবুবে আলম চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

 

নিউজটি শেয়ার করুন .. ..                  

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

    আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন