নৌকা থেকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

0
11
প্রতীকী ছবি

প্রকাশিত:রবিবার,৬ অক্টোবর ২০১৯ ইং ।। ২১ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে নৌকা থেকে পড়ে দুই খালাত ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার কুশরিপাড়া গ্রামে পানিতে ডুবে মো. সাকির (০৫) ও সেজান (২৫) নামে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।

সেজান শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাস মিয়ার ছেলে ও সাকির গাজীপুরের মো. নাসিরের ছেলে।

স্থানীয়রা জানান, দুই খালাত ভাই সাকির ও সেজান মামা বাড়িতে বেড়াতে আসে। সকালে মামা বাড়ির অদূরে একটি পুকুরে নৌকায় উঠতে গেলে তা ডুবে তারা পানিতে পড়ে যায়। এ সময় উভয়েই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন