প্রকাশিত:রবিবার,৬ অক্টোবর ২০১৯ ইং ।। ২১ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে নৌকা থেকে পড়ে দুই খালাত ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার কুশরিপাড়া গ্রামে পানিতে ডুবে মো. সাকির (০৫) ও সেজান (২৫) নামে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।
সেজান শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাস মিয়ার ছেলে ও সাকির গাজীপুরের মো. নাসিরের ছেলে।
স্থানীয়রা জানান, দুই খালাত ভাই সাকির ও সেজান মামা বাড়িতে বেড়াতে আসে। সকালে মামা বাড়ির অদূরে একটি পুকুরে নৌকায় উঠতে গেলে তা ডুবে তারা পানিতে পড়ে যায়। এ সময় উভয়েই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।