প্রকাশিত : বুধবার, ৫ই আগস্ট ২০২০ইং ।। ২১শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে আজ বুধবার দুপুরে ট্রলারডুবির ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারডুবির পর স্থানীয় লোকজন ৩০ জনকে জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মো: আকবর আলী মুন্সী বাসসকে জানান, বুধবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ঘুরতে আসা পর্যটকদের ট্রলারডুবির ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। স্থানীয় লোকজন ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। :(বাসস)
নিউজটি শেয়ার করুন .. ..