প্রকাশিত : শনিবার,১৭ অক্টোবর ২০২০ইং ।। ১লা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৩০শে সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করা অব্যাহত রেখেছেন জেলেরা। মেঘনা নদীর তীরে ছোট ছোট মাছের হাট বসিয়ে বিভিন্ন শ্রেণির ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে এসব ইলিশ।
শুক্রবার সকালে পদ্মা ও মেঘনার তীরে এসব চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানান, মা ইলিশ রক্ষায় ১৪ অক্টাবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। শুক্রবার নিষেধাজ্ঞার তৃতীয় দিন চলছে। কিন্তু জেলেরা তা অমান্য করে গভীর রাত থেকে মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে বিপুল পরিমাণ মা ইলিশ নিধন করে। সেই মাছ মুন্সীগঞ্জ সদরের আধারা ইউপির কালিরচর, চরআব্দুল্লাপুরসহ মেঘনা নদীর তীরে মাছের বাজার বসিয়ে নির্বিঘ্নে বিক্রি করছে।
জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল জানান, জেলার বিভিন্ন এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চলছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পদ্মা নদীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার আটক ১২ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
তিনি বলেন, ইলিশ ধরা, বিক্রি, মজুদ করার আলামত পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধমে দণ্ডাদেশের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’