প্রকাশিত : বৃহস্পতিবার,০৮ অক্টোবর ২০২০ইং ।। ২৩শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২১শে সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনায় সরকার যেমন বিব্রত, আমরাও তেমনি বিব্রত। এসব ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাজ থেকে এই ব্যাধি দূর করা হবে বলেও জানান প্রধান বিচারপতি।
প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে বুধবার আইন, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবে আলমকে স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট থেকে অনিয়ম দূর করতে তিনি আমাকে মামলার সেন্ট্রাল ফাইলিং করার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছিলেন। এটি করা গেলে সুপ্রিম কোর্ট থেকে ৫০ ভাগ অনিয়ম কমে যাবে বলে বলতেন তিনি।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেলের পরামর্শ অনুযায়ী আমরা সেন্ট্রাল ফাইলিং করতে চেয়েছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট বার রাজি না হওয়ার উদ্যোগটি আর নেওয়া হয়নি।
বারের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি বলেন, আমরা অনিয়ম নিয়ে কথা বলি, লিখি, পরামর্শ দেই। কিন্তু অনিয়ম দূর করতে হলে এর মূলে আঘাত করতে হবে। অ্যাটর্নি জেনারেলের মতো আমিও মনে করি, আদালত অঙ্গন থেকে ৫০ ভাগ অনিয়ম দূর করা সম্ভব হবে, যদি সেন্ট্রালি মামলার ফাইলিং করা যায়। তাই মরহুম মাহবুবে আলমের ইচ্ছাটি পূরণ করতে আপনারা উদ্যোগী হন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com