প্রকাশিত: শুক্রবার,২৩ এপ্রিল ২০২১ইং।। ১০ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।১০ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমা গ্যাস থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন৷ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ছয়টার দিকে তল্লা এলাকায় মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিনতলা ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দগ্ধদের মধ্যে পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর ছয় জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
দগ্ধরা হলেন: ওই ভবনের বাসিন্দা সোনাহার, শান্তি, সামিউল ও তার স্ত্রী মনোয়ারা, হাবিবুর, আলেয়া, আলেয়ার মা, লিমন, সাথি, মিম ও তার তিন মাসের ছেলে৷
স্থানীয় বাসিন্দারা জানান, মফিজুল ইসলামের বাড়ির তৃতীয় তলায় পেশাক শ্রমিক দু’টি পরিবার বাস করে৷ রাতে চুলায় গ্যাসের চাপ না থাকায় একটি পরিবারের লোকজন চুলার বার্ণার বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ভবনের বাসিন্দা মাসুম বলেন, সকালো বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ এতে ঘুম ভেঙে যায় তার৷ দরজা খোলার পর আগুনের ফুলকি ছিটে আসে তার দিকেও৷ এদিকে বিস্ফোরণে কক্ষের দরজাসহ দুইটি দেয়াল ধসে পড়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, রাতে গ্যাসের চুলার বার্ণার বন্ধ না করায় চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের পাইপ লাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিন মাস বয়সের একটি শিশুসহ ছয়জন নারী ও চারজন পুরুষ আগুনে দগ্ধ হন। তাদের মধ্যে শিশুটিসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং ছয়জনকে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য, সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় গত বছরের ৪ সেপ্টেম্বর গ্যাস লিকেজ থেকে বাইতুল সালাত জামে মসজিদে জমা গ্যাস বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু হয়৷
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।