নাতনির সাফল্যে গর্বিত দাদু, নব্যার প্রশংসায় অমিতাভ

0
17
নাতনির সাফল্যে গর্বিত দাদু, নব্যার প্রশংসায় অমিতাভ

প্রকাশিত: রবিবার,১নভেম্বর ২০২০ইং ।। ১৬ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা স্নাতক হল। নিউইয়র্কের একটি কলেজে পড়াশোনা করত সে। বলিউড মেগাস্টার তাঁর ব্লগে নাতনির প্রশংসায় পঞ্চমুখ। একটি পোস্টও করেছেন তিনি।

ট্র্যাডিশনাল টুপি ও গাউন পরে ছবি তুলেছেন নিত্যা। সেই ছবি শেয়ার করে বিগ বি জানিয়েছেন, এই দিনে সবাই মিলে আমেরিকা যাওয়ার কথা ভেবেছিলেন, নাভেলির পাশে থাকবেন এই আশায়। কিন্তু কোভিড ১৯-এর জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

ছবি- অমিতাভ বচ্চনের ব্লগ সৌজন্যে

আরও পড়ুন, করোনা হানা দেবলীনা ভট্টাচার্যের বাড়িতে, সিল করা হল অভিনেত্রীর আবাসন

ব্লগে অমিতাভ লেখেন, ”ওর কলেজের অনুষ্ঠানে সবাই ভেবে রেখেছিলাম, কিন্তু সমস্তটাই থমকে গেল! ও ট্র্যাডিশনাল ক্লোক এবং গাউন পরতে চেয়েছিল, তাই বাড়ির স্টাফ সেটা বানিয়ে দেয়…তারপরেই বাগানে গিয়ে দিনটা উপভোগ করেছে সে। কিছু ছবিও নিয়েছে স্মৃতি হিসাবে।”

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন