প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ইং ।। ২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবার নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়বে রোববার। দেশটির নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে যাবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের বাংলাদেশ দূতাবাস মিলে ওই চার্টার বিমানের ব্যবস্থা করেছে।
এতে বলা হয়েছে, ফেরতযাওয়া যাত্রীরা নিজেরাই ফ্লাইট খরচ বহন করতে হবে। বিমানে ওঠার আগে প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিককে একটি প্রমিসরি নোটে সই করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে। কোনো অবস্থাতে বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না।
এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।