নতুনকান্দি জামে মসজিদ মক্তব এর উদ্যোগে কোরআন, হাদিস, দোয়া মাসয়ালা ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
1
নতুনকান্দি জামে মসজিদ মক্তব এর উদ্যোগে কোরআন, হাদিস, দোয়া মাসয়ালা ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ১৫ শাবান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নতুনকান্দি জামে মসজিদের মক্তবের ছোট ছোট ছাত্র ছাত্রীদের মাঝে প্রতি বছরের ন্যায় এ বছরও কোরআন, হাদিস, দোয়া মাসয়ালা ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বাদ আছর।

মক্তবের ছোট ছোট ছাত্র ছাত্রীদের মাঝে ৩ টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ গুলো হলো _
ক: কোরআন, আমপাড়া, ১০টি হাদিস, মাসনুন দোয়া সমূহ, আরবিতে ১২মাসের নাম,৭দিনের নাম, ১-১০
খ: কালিমা, মাসনুন দোয়া সমূহ, হাদিস ১(শিশুগ্ৰুপ )
গ : হামদ নাত/ইসলামী সঙ্গীত
পুরস্কার প্রদান করা হয় ৩ গ্ৰুপে মোট ৯ জনকে।
১ম -১টি ক্রেস্ট নগদ ১০০০ টাকা
২য় -১টি ক্রেস্ট নগদ ৭৫০ টাকা
৩য় – ১টি ক্রেস্ট নগদ ৫০০ টাকা
এছাড়া বাকি সকল প্রতিযোগীকে ইসলামিক বই দেয়া হয় উপহার হিসেবে প্রদান করা হয়।
কোরআন, হাদিস, দোয়া মাসয়ালা ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম ও হাফেজ ইউসুফ মৃধা।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মসজিদের সেক্রেটারি রফু দেওয়ান, রাকিবুল ইসলাম রাজীব, হুমায়ুন খান, মোশারফ হোসেন মৃধা, ফরহাদ হোসেন মৃধা, আ:কুদ্দুস খালাসি সহ অত্র এলাকার সম্মানিত মুসল্লি গণ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অত্র মসজিদে ইমাম ও মাওলানা খতিব মাওলানা আতাউল্লাহ ফুয়াদ।
সৌজন্যে. মফিজ মাঝী, রাজিব ব্যাপারী, শিপন খান, সেলিম খান, মিন্টু খান, আওলাদ খান, ও (মুহাম্মদ আলী+ মাহিম হোসেন) নূর হোসেন বেপারী ফাউন্ডেশন।
তথ্য সূত্রঃ নতুন কান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউল্লাহ ফুয়াদ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন