দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি থামানোর দাবিতে প্রতীকী অনশন

0
9

প্রকাশিত:শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ইং।। ২৬শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল।। ২৬শাবান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও দুর্নীতি থামানোর দাবিতে প্রতীকী অনশন করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত প্রতীকী অনশনে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। সংহতি প্রকাশ করেন অ্যাডভোকেট মুনাজ মনোয়ারা মুন্নী, আবুল হোসেন, ইভানা শাহীন প্রমুখ।

এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‌‘নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধি এখন নীতি বিবর্জিত রাজনৈতিক নেতা-মন্ত্রী-এমপি-সচিবদের দুর্নীতির কারণে হতাশাগ্রস্থ। তারা রাজনীতিকে ঘৃণা করতে শুরু করেছে। একই সঙ্গে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, দুর্নীতির রামরাজত্বের কারণে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।’

তার মতে, ‘সাধারণ মানুষ সহায় সম্বল হারিয়ে এখন পথে বসছে অপরিকল্পিত রাষ্ট্রিয় ব্যবস্থার কারণে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য সবার আগে দ্রব্যমূল্যর বাজার স্থিতিশীল করতে হবে, পরিবহন ভাড়া ভর্তুকি দিয়ে কমাতে হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গতানুগতিক উন্নয়নের নামে মানুষের জীবন বিষিয়ে না তুলে মৌলিক অধিকার রক্ষায় সরকারের ভেতরে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন