প্রকাশিত: রবিবার, ৪এপ্রিল ২০২১ইং।। ২১শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২১ শা’বান ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :নারায়নগঞ্জ টু মুন্সিগঞ্জ লাইনের একটি লঞ্চ কিছুক্ষণ আগে হঠাৎ যাত্রী সহ শীতলক্ষ্মার কয়লাঘাটে ডুবে গেছে। অধিকাংশ যাত্রীর সলিল সমাধির আশংকা।নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকাতে শীতলক্ষ্যায় একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। ওই লঞ্চে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে দ্রুতগামী একটি জাহাজ যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। সাবিত আল হাসান নামের ওই লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল। তাদের কেউ কেউ সাতরিয়ে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন। বন্দর থানার ওসি দীপক চন্দ্র শাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’