প্রকাশিত: মঙ্গলবার, ২৩মার্চ ২০২১ইং।। ৯ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৯ শা’বান ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এনামুর রহমান।
রোববার তার করোনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার মুশফিকুর রহমান এবং সহকারী একান্ত সচিব (এপিএস) ডা. শামীম আহম্মেদও বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন।
নিউজটি শেয়ার করুন .. ..