তথ্যপ্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বাড়াতে উদ্বোধন হলো ‘বেসিস জাপান ডেস্ক’

0
22
তথ্যপ্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বাড়াতে উদ্বোধন হলো ‘বেসিস জাপান ডেস্ক’

প্রকাশিত : বুধবার, ১জুলাই ২০২০ইং ।। ১৭ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতে জাপানের বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে খোলা হলো ‘বেসিস জাপান ডেস্ক’। সোমবার ২৯ জুন বিকালে ওয়েবিনারের মাধ্যমে এ ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাণিজ্য সচিব ড. জাফর আহমেদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানে বাংলাদেশ রাষ্ট্রদূত ড. শহিদা আক্তার, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ উজি আনদো সংযুক্ত ছিলেন। বেসিসের পরিচালক রাশাদ কবিরের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির ও জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষিত বন্ধু ও উন্নয়ন সহযোগী। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকৃত উন্নয়নে বেসিস জাপানের আইটি মার্কেট অন্বেষণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে গত কয়েক বছর ধরে কাজ করছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাপানে বাংলাদেশের আইটি শিল্পের রফতানি বাড়িয়ে তুলতে এই ডেস্ক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর তার বক্তব্যে বলেন, বেসিস জাপান ডেস্ক জাপান ও বাংলাদেশের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবসার একটি কার্যকরী মাইলফলক হিসেবে কাজ করবে। ইতোমধ্যে প্রায় ৭০টি বেসিস সদস্য প্রতিষ্ঠান জাপান ডেস্কে মাসিক ফি প্রদানের মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ডেস্ক বেসিস সদস্যদের জাপানে ব্যবসা সম্প্রসারণে এবং জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশ অফশোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে উৎসাহিত করবে।

উল্লেখ্য, ‘বেসিস জাপান ডেস্ক’ বিশেষভাবে জাপান মার্কেটের ওপর কাজ করবে। এ ডেস্কের কাজের অংশ হিসেবে থাকবে বি টু বি ম্যাচমেকিং; জাপানি আইটি কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন; জাপান মার্কেটের ওপর গবেষণা; জাপানে অনুষ্ঠিত সব ইভেন্টে অংশগ্রহণ; জাপানি ব্যবসা এবং সংস্কৃতির ওপর গ্রুমিং সেশন; জাপান থেকে আগত ব্যবসার নতুন নতুন সুযোগ সম্পর্কে জানান ইত্যাদি। এসব পদক্ষেপ জাপানে বাংলাদেশি কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ করবে এবং এ খাত থেকে রফতানি আয় বহুলাংশে বৃদ্ধি করবে। এ ডেস্কের সঙ্গে যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেস ও ফোন নম্বর থাকবে।

ওয়েবিনার উদ্বোধনীতে জানানো হয়, সেখানকার কাজের উপযোগী জনশক্তি গড়ে তুলতে বেসিস প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। আগামীতে জাপানেও একটি ‘বাংলাদেশ ডেস্ক’ খোলা হবে।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন