ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই

0
2

প্রকাশিত : বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ১২ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই (ইন্না ল্লিল্লাহি… রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তার মৃত্যু মস্তিষ্কে স্ট্রোক এবং রক্তক্ষরণের কারণে হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার রমনার ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

তৎক্ষণাৎ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানে নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক পূর্বে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চলছিল।

অধ্যাপক সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৯ সালের ১৫ জানুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তিনি উপাচার্যের দায়িত্ব শেষ করেন এবং পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

২০২০ সালের জুনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন এবং পরবর্তীতে ১৫ জুলাই বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তার অবদানের জন্য ২০১১-১২ সালে স্পেনের রাজা তাকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ প্রদান করেন, যা নারী উন্নয়ন, নারী শিক্ষা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন