প্রকাশিত: সোমবার, ১০ মে ২০২১ইং।। ২৭শে বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ২৭ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : কাজী দীপু মুন্সীগঞ্জ : করোনা সংক্রমণরোধে সরকারের বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপার করায় মুন্সিগঞ্জের পদ্মা নদী থেকে ১৮টি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ।
রোববার (০৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট, ঘাটের পার্শ্ববর্তী এলাকা ও পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ট্রলারগুলো জব্দ করা হয়। এর আগে শনিবার (০৮ মে) একই অভিযোগে ছয়টি ট্রলার জব্দ করা হয়েছিল।
তিনি বলেন, জব্দ করা ট্রলারের চালকদের আটক করা হয়। তবে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা ট্রলার নৌ-পুলিশের হেফাজতে আছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন। https://www.facebook.com/BikrampurKhobor