প্রকাশিত:রবিবার,০৬ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর:: অনলাইন ডেস্ক :
বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পাচ্ছেন তিন টেকনোক্র্যাট মন্ত্রী।এর মধ্যে দু’জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইয়াফেস ওসমান,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার,ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।এদের মধ্যে ইয়াফেস ওসমান ও মোস্তফা জব্বার গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন।রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।