প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ইং ।। ২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি :মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে পদ্মায় ভাঙ্গন নদীর পারে বসবাস করা ও দিন মজুরদের ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দিঘিরপাড় বাজার কমিটির উদ্যোগে দিনব্যাপী ১০কেজি চাউল, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন তৈলসহ ১টি সাবান বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, সমাজ সেবক মজিবুর সরদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কবির হালদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিজল ইসলাম, শাহ জালাল ইসলামী ব্যাংক ম্যানেজার আনিছুর রহমান, ইউপি সদস্য শ্যামল, গোলাম আলী, মামুন, এনাতুল্লাহ খান, ফয়সাল হালদার, ফরহাদ খান, মো: শাহিন আলম প্রমূখ।