প্রকাশিত: শনিবার, ১মে ২০২১ইং।। ১৮ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৮ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোরিক্সা ড্রাইভার রায়হানকে (১৫) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দূর্বত্তরা। শনিবার সকাল ৯টায় উপজেলার মান্দ্রা গ্রামের মিঠু মুন্সীর বাড়ীর পাশে ঈদগাঁও সংলগ্ন বেকু দিয়ে মাটি কাটার স্থান থেকে অটোরিক্সা চালক আবু রায়হানের ক্ষতবিক্ষত মৃত দেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে নিহতের পিতা ছেলের লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। রায়হান মুন্সীগঞ্জ সদর থানাধীন রামপাল ইউনিয়নের ধলাগাওঁ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা সহ থানা পুলিশ জানান, মৃতদেহটি কয়েকদিন আগের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় গুরুতর আঘাত দেয়া হয়েছে।
নিহতের পিতা নজরুল ইসলাম জানান, ২৯ এপ্রিল তার ছেলে গেরেজ থেকে অটোরিক্সা নিয়ে বেড়–নোর পর আর ফিরেনী তারা বিভিন্ন স্থানে খোজাঁখুজি করেছে। তিন দিন পর অধ্যগলিত মৃত দেহ পেলেও অটোরিক্সাটি পায়নি। তিনি আরো জানান, অজ্ঞাত ছিনতাইকারীরা তার ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে গেছে।
লাশ উদ্ধারকারী টঙ্গীবাড়ী থানার এস.আই টুটুল জানান, শনিবার ভোর রাতে বৃষ্টির কারনে সকালে আম কুড়াতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পায়। লাশটির গলায় একটি বটি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন উর রশিদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করেছি। মৃতদেহটির পরিচয় তার পরিবার সনাক্ত করেছে। লাশ ময়নাতদন্ত করার জন্য সদরের মর্গে প্রেরন করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’