প্রকাশিত: বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ইং।। ১৫ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ১৪ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে অগ্নিকান্ডে একটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এলাকাবাসী ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই বাজারের নওশেদ বেপারীর দোকানে অগ্নিকাণ্ডের সুচনা হয়।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নওশাদ বেপারী জানায়,বেলা সাড়ে১১টার দিকে আমি দোকানের সামনে কাজ করছিলাম। আমার দু’জন কর্মচারী পিছনে তুলা ধোলাই করছে। এ সময় হঠাৎ দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমি চিৎকার করলে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসে,পাশে থাকা পুকুর থেকে পানি ঠেলে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার দোকান ঘর,দোকানের লেপতোষক,গোডাউনে থাকা তুলা পুরে ছাঁই হয়ে যায়। এতে আমার প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দলপতি আনিসুল হক জানান, দিঘীরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা দ্রত রওনা হই। ঘটনাস্থলে আমরা পৌছানোর আগেই স্থানীয় লোকজন ও বাজার ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’