প্রকাশিত:শনিবার,১২ অক্টোবর ২০১৯ ইং ।। ২৭শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : টঙ্গীবাড়ি উপজেলায় ডা. আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার বেশনাল গ্রামের ডা. দেলোয়ার হোসেনের নিজ বাড়িতে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় ।
এ সময় ২০ জন হতদরিদ্র শিশুকে সুন্নতে খাৎনা করানো হয় সংগঠনটি হতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু।
এর আগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।
এসময় এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চীফ অপারেটিং অফিসার সহকারী অধ্যাপক ডাঃ মো: নাজমুল হাসান, ডা: মো: জাহাঙ্গীর আলম, ডা: জয়ন্ত বিশ্বাস, সংগঠক কবির হালদার, টঙ্গীবাড়ি উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো: সাইফুর রহমান,সংগঠক মো: শামীম আস্রাফ,মো: নাজমুল ও সাংবাদিক মাহবুব আলম জয় প্রমুখ