প্রকাশিত :রবিবার, ১৪ জুন ২০২০ ইং ।। ৩১ জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : টঙ্গীবাড়িতে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আক্তার এ তথ্যটি নিশ্চিত করেন। আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ (৫৮), পুরুষ (৪২), বলই আউটশাহী গ্রামের পুরুষ (৪২), পুরুষ (২৮), খিলপাড়া গ্রামের পুরুষ (৪২), বালিগাও গ্রামের মহিলা (৩৩), হাসাইল পাচঁনখোলা গ্রামের পুরুষ (৫০), ধীপুর গ্রামের মহিলা (৩০), বেতকা চাঙ্গুরী গ্রামের পুরুষ (৪৮), আব্দুলাপুর উত্তর পাইকপাড়া গ্রামের পুরুষ (৫০), কাঠাদিয়া লাখারন গ্রামের পুরুষ (২২), দিঘিরপাড় মূলচর গ্রামের পুরুষ (৩৮)। তাছাড়া করোনার উপসর্গ নিয়ে আব্দুলাপুর পাইকপাড়া গ্রামের আবু হানিফ (৬৫) নামে একজন মৃত্যু বরণ করেছে। যারা আক্রান্ত হয়েছে তারা সকলে নীজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট ১২৫ জন করোনায় আক্রান্ত রয়েছে। নিউজটি শেয়ার করুন .. ..