টঙ্গীবাড়িতে আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করায় মানববন্ধন

0
19
টঙ্গীবাড়িতে আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করায় মানববন্ধন

প্রকাশিত: সোমবার,১৯ অক্টোবর ২০২০ইং ।। ৩রা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ০১ রবিউল আউয়াল,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করায় মানববন্ধন করেছে আলু চাষি ও ব্যাবসায়ীরা। রবিবার দুপুর ১২টা হইতে ১টা প্রর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার কাজী মার্কেটের সামনের রাস্তায় প্রায় ২শত আলু কৃষক ও ব্যবসায়ী এ মানববন্ধন করেন।

মানববন্ধকারীরা”আলু চাষীদেরকে বাঁচাও এই শ্লোগন দিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করার প্রতিবাদ এবং উপযুক্ত মূল্য প্রদানের দাবী জানান। মানববন্ধনকারী আরো বলেন, যেখানে পেঁয়াজ দাম ২৫০ টাকা কেজি, আদা ২২০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, করলা ৯০ টাকা কেজি, কাচা মরিচ ২৫০ টাকা কেজি সেখানে আলু মাত্র ৫০ টাকা কেজি হলে দোষ কিসের। গত ১০ বছরে তারা লোকসান দিয়ে অনেকে পুজি ও চাষি জমি হারিয়ে নিংশ্ব প্রায়। সে সময়তো তাদের কেউ খোজঁ নেয়নি। এখোন করোনা ও বন্যার কারনে অন্যান্য সব্জির ন্যায় আলুর দাম কিছুটা বৃদ্ধি পাওয়া সরকার দাম নির্ধারণ করে দিয়ে আলুর ন্যায্য মূল্য হতে তাদের বঞ্চিত করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলু কৃষক ও ব্যাবসায়ী মহাদেব চন্দ্র গোপ,বাবুল বেপারী,হাজ্বী রাজ্জাক বেপারী,মোতালেব খান,মনির হালদার,হাজী নূরে আলম সিদ্দিক,সেন্টু মল্লিক,রিপন বেপারী,মালেক তালুকদার,ফারুক খান,সঞ্জিত বাবু,তাজেল ইসলাম,শাহজাহান খান প্রমূখ। মানববন্ধনকারীরা পরে মুন্সিগঞ্জ জেলা প্রশসিকের কাছে স্বারক্ষ লিপি জমা দেন।

 নিউজটি শেয়ার করুন .. ..                   

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন