প্রকাশিত :বৃহস্পতিবার,২৮মে ২০২০ ইং ।। ১৪ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ,মাওয়া থেকে : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার উত্তর কুরমিরা থেকে শাহাবুদ্দিন নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার স্থানীয়রা গ্রামটির পরিত্যক্ত ভিটায় তার লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, টঙ্গীবাড়ি উপজেলার চাষিরী গ্রামের অটোচালক শাহাবুদ্দিনকে গত রোববার সকাল ১১টার দিকেও উপজেলার সুবচনীতে অটো চালাতে দেখছে লোকজন। ধারণা করা হচ্ছে কোনো অটো চোর চক্র তাকে খুন করে তার অটোটি ছিনিয়ে নিয়ে গেছে অথবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করে লাশ নির্জন পরিত্যক্ত ভিটায় ফেলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে অটোচালকের বাবা আবুল শেখ বলেন, রোববার সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি তার ছেলে। তিনি ছেলে নিখোঁজের বিষয়ে উপজেলায় মাইকিং করেছেন এবং টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..