‘জয় বাংলা জিতবে এবার নৌকা’গানের কারিগর যারা।

0
12

:: বিক্রমপুর খবর ডেস্ক ::

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০১৮ |

‘জয় বাংলা জিতবে এবার নৌকা।’দেশের প্রতিটি প্রান্তরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গান। ইতিমধ্যে সারাদেশে ভাইরাল হয়েছে এই গান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনি এই থিম সং টির মাধ্যমে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য ।

এই মুহুর্তে গানটি ভাইরাল হলেও এখনও আড়ালে আছেন গানের কারিগররা।হঠাৎ জনপ্রিয় হওয়া এই গান নিয়ে কৌতুহলেরও শেষ নেই।

এই গানের কারিগর,‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস।সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন হৃদয় হোসেন।গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।

গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন,‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো।সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি।এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতেই পারিনি।

তিনি বলেন,’গানটি আমরা নিজেদের ভালো লাগার জায়গা থেকে তৈরি করে ইউটিউবে প্রকাশ করেছিলাম। বাকীটা ইতিহাস।দ্রুতই এটি ছড়িয়ে যায় সর্বত্র। আওয়ামী লীগের অনেক জনপ্রিয় নেতারাও এটিকে শেয়ার দিয়েছেন, ফোনের রিংটোন করে নিয়েছেন। অন্য দলের বন্ধুরাও গানটির প্রশংসা করছেন।এটা সত্যি আনন্দের।’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন