প্রকাশিত: মঙ্গলবার,০৮ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::
অনলাইন ডেস্ক :মহাজোট সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই মানুষের প্রত্যাশা পূরণ করতে এবং জীবন সহজ করতে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিবেন বলে জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যম-কর্মীদের সাথে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন,বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন তা বাস্তবায়নে সামনের দিনে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেয়া হবে।
তিনি বলেন,আগামী ২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবর্ষ পালন করব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যা যা প্রয়োজন উদ্যোগ নিব।
সবার সঙ্গে বন্ধুত্ব,কারো সাথে বৈরিতা নয়,বঙ্গবন্ধুর এই নীতিই হবে পররাষ্ট্র নীতি উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন বলেন,বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরো শক্তিশালী করতে এবার অর্থনৈতিক কূটনৈতিক কর্মকাণ্ডে জোর দেয়া হবে।
তিনি বলেন,একইসঙ্গে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নেও নতুন মাত্রা যোগ করতে চাই।
এ কে আব্দুল মোমেন আরও জানান,জীবনে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছেন। একটা সময়ে তিনি বিদেশে থাকতে বাধ্য হন। আইনি জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্রে তিনি একের পর এক শিক্ষা ডিগ্রি লাভ করতে থাকেন।
একটা সময়ে যুক্তরাষ্ট্র সরকার ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিকত্ব দেয়। তবে জীবনের জটিলতা কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অনেক আগেই ত্যাগ করেছেন তিনি।