জাপানে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২০

0
9
জাপানে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২০

প্রকাশিত:শনিবার, ৩ জুলাই ২০২১ইং।। ১৯শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ(বর্ষাকাল)।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাপানের শিজুওকা রাজ্যের শহর আতামিতে ভূমিধসে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তার বরাতে এনএইচকে জানায়, দেশটির রাজধানী শহর টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের রাজ্য শিজুওকার আতামি শহরে এই ভূমিধস ঘটে।
ভূমিধসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আতামি শহরে বৃষ্টিপাতের সময়ই ব্যাপক ওই ভূমিধস হয়। মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর থেকে শুরু করে গাড়ি মাটির নিচে চাপা পড়ে। অনেক মানুষ প্রাণ বাঁচাতে সেখান থেকে ছুটে পালাতেও দেখা যায়।
ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, এটা খুবই ভয়ানক। কয়েক সেকেন্ডের মধ্যেই আকস্মিক বন্যা চলে আসে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও ফায়ারফাইটাররা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন।
ভূমিধসের পর শিজুওয়া সরকার দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি পরিস্থিতিতে সহায়তা চেয়েছে।
ঘটনাস্থলের পাশে থাকা রেলওয়ে সেবা বন্ধ করে দেয়া হয়েছে। উদ্ধারকর্মী ও জরুরি সেবার কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
এনএইচকে বলছে, গত ৪৮ ঘণ্টায় সিজুওকা প্রদেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সম্ভাব্য বন্যা ও ভূমিধস সম্পর্কিত দুর্যোগ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে সতর্ক ও সচেতন করছেন।
জাপানের আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করে বলা হয়েছে, আরও দুই দিন জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গত বছর একই সময়ে জাপানের দক্ষিণপূর্বাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসে ৫০ ব্যক্তি নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন