প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।।১৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪’ ও‘জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষ্যে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানে কর্মি প্রেরণকারী সংস্থাসমূহের প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও ল্যাংগুয়েজ স্কুল থেকে আগত ছাত্র ও দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি,প্রধান উপদেষ্টা,পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় এবং নিরাপদ,নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের ফলে দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে। বিশ্বের ১৭০ টির অধিক দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মি আনা ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য সভায় অংশগ্রহণকারীদের প্রতি তিনি আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com