রাজশাহীতে এবছর আম পাড়ার সময়

0
0
রাজশাহীতে এবছর আম পাড়ার সময়

প্রকাশিত : রবিবার, ১২ মে ২০২৪ ইংরেজি, ২৯শে বৈশাখ ১৪৩০ বাংলা (গ্রীষ্ম কাল), ৩ জিলক্বদ ১৪৪৫ হিজরি

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : রাজশাহীতে প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী বুধবার (১৫ মে) থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হচ্ছে বলে জানা গেছে। মূলত, গুটি আম আগে পাকায় পাড়ার সময় এগিয়ে আনা হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্ব জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত পর্যবেক্ষণ সংক্রান্ত সভায় বাজারজাতকরণের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীর স্থানীয় গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া যাবে।

এ ছাড়া ২৫ মে থেকে গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ,

ক্ষীরশাপাত বা হিমসাগর ৩০ মে,

ল্যাংড়া ১০ জুন,

আম্রপালি ১৫ জুন,

ফজলি ১৫ জুন,

আশ্বিনা ১০ জুলাই,

বারি-৪ জাতের আম ৫

জুলাই, গৌড়মতী জাতের আম ১৫ জুলাই,

ইলামতী ২০ আগস্ট থেকে পাড়া ও বাজারজাতকরণ করতে পারবেন আমচাষি, বাগানমালিক, আড়তমালিক এবং ব্যবসায়ীরা। এ ছাড়া কাটিমন ও বারি আম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করা হয়। এবারও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে যদি কোনও মালিকের আম পেকে যায়, তাহলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আম নামিয়ে বাজারজাত করতে পারবেন।  

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন