প্রকাশিত : শনিবার, ৩০মে ২০২০ ইং ।। ১৬ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ গোলাম রাব্বানী হেলাল আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত হয়ে কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আজ (শনিবার) দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
কয়েক বছর আগে হার্টে সমস্যা হয়েছিল সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলালের। কিডনিতেও সমস্যা ছিল। চিকিৎসা করে ভালোই ছিলেন তিনি; কিন্তু বৃহস্পতিবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার বাফুফে মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার(২৮ মে) দুপুরে ব্রেন স্টোক করে তিনি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বাদ আছর বাফুফে কার্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ আসর বাফুফে ভবনের সামনে হেলালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন হেলাল। কয়েক বছর আগে হৃদযন্ত্রে সমস্যা হয়েছিল কিডনিতেও সমস্যা ছিল। কিডনি সমস্যায় ব্যাংককে চিকিৎসাও নেন। সেই থেকে ডায়ালাইসিস চলছিল সাবেক এই তারকা ফুটবলারের। গত বৃহস্পতিবার সকালেই তার ডায়ালাইসিস নিতে হাসপাতালে যাওয়ার কথা ছিল। হাসপাতালে গেলেন ঠিকই তবে আর ফিরলেন না।
জাতীয় দল এবং ঢাকা আবাহনীর পরিচিত মুখ ছিলেন গোলাম রাব্বানী হেলাল। ঢাকা লিগে বিজেএমসিতে কিছুদিন খেলেছেন, তবে ক্যারিয়ারের পুরো সময়ই ছিলেন আবাহনীতে। গোলাম রাব্বানী হেলাল উঠে আসেন বরিশাল থেকে। হয়ে উঠেন ‘আবাহনীর হেলাল’। আবাহনীতে একটানা খেলেছেন ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হন। দায়িত্ব পালন করেন টিম ম্যানেজারেরও। মরহুম গোলাম রাব্বানী হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন ২০০৮ সালে।
১৯৭৮ সালে হেলাল ঢাকায় এশীয় যুব ফুটবল দলের সদস্য থাকলেও মূল জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ১৯৭৯ সালে। সুনামের সঙ্গেই জাতীয় দলে খেলেন ১৯৮৫ সাল পর্যন্ত।
১৯৮২ সালের সেপ্টেম্বর মাসে আবাহনী-মোহামেডান ম্যাচে মাঠের গন্ডগোলের সূত্র ধরে আবাহনীর যে চার ফুটবলারকে জেলে নেওয়া হয়েছিল হেলাল তাদেরই একজন। বাকি তিনজন কাজী মো. সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার। হেলালের চলে যাওয়ায় আজ তারা সঙ্গিহারা। সাবেক ফুটবলার হেলালের মৃত্যুতে বাফুফে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেডসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
নিউজটি শেয়ার করুন .. ..