প্রকাশিত:সোমবার,১৪ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::
নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান ঝিলু:লৌহজং আওয়ামী লীগের সভাপতি ফকির আবদুল হামিদের জানাজায় শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছিল। সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সোমবার বেলা ১১টায় জানাজা নামাজের আগে স্মৃতিচারণামূলক আলোচনায় গণমানুষের নেতা ফকির আবদুল হামিদ ওরফে হামিদ ফকির স্মরণে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপ-প্রচার সম্পাদক তোপাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক ও হামিদ ফকিরের একমাত্র পুত্র আবু ফয়সাল নিপু ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, শাহজাহান খান সাজু প্রমুখ। শেখ লুৎফর রহমান বলেন, বঙ্গবন্ধু মুন্সীগঞ্জের দুজনকে নাম ধরে ডাকতেন। তাঁদের একজন এম কোরবান আলী, অন্যজন হামিদ ফকির। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হামিদ ফকিরকে নামে চিনতেন। ওসমান গণি তালুকদার বলেন, তিনি আমাদের অভিভাবক ছিলেন। আবদুর রশিদ শিকদার বলেন, হামিদ ফকির ছিলেন কর্মী গড়ার কারিগর। শাহজাহান খান সাজু হামিদ ফকিরকে কর্মীবান্ধব বলে উল্লেখ করেন। নিপু ফকির তাঁর বাবার পক্ষে জীবিত অবস্থায় ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান। আগামী বৃহস্পতিবার বাদ আসর লৌহজং কলেজ প্রাঙ্গণে তাঁর পিতার জন্য দোয়া মাহফিলে যোগদান করতে অনুরোধ জানান। জানাজা শেষে হামিদ ফকিরকে সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়।