গজারিয়া উপজেলার ১৫ জনের মধ্যে পুলিশ সদস্যই পাঁচ জন

0
49
গজারিয়া থানায় ওসি ইকবাল হোসেন করোনা সনাক্ত

প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২০ ইং ।। ৫ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২৫ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলায় গজারিয়া উপজেলার মঙ্গলবার গজারিয়া থানার ওসিসহ ৫ পুলিশ নিয়ে নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গজারিয়া উপজেলার ১৫ জনের মধ্যে পুলিশ সদস্যই পাঁচ জন। এর মধ্যে রয়েছেন গজারিয়া থানায় ওসি ইকবাল হোসেন (৪৮), থানাটির পুরুষ পুলিশ (৩১), পুরুষ পুলিশ (২৯), পুরুষ পুলিশ (৫০) ও মহিলা পুলিশ (২২) । এছাড়াও সোনালী ব্যাংকের পুরুষ (৩৩) ও সোনালী ব্যাংকের পুরুষ (৩০)। এছাড়া ইমামপুরের পুরুষ (৫৯), ইমামপুরের মহিলা (৪০) ইমামপুরের পুরুষ (৫৪), রায়পুরার মহিলা (৪৩), মাদারকান্দির পুরুষ (৬৩), তেতুইতলার পুরুষ (৩৬), বড় রায়পুরার মহিলা (৪৩) ও কালীপুরার পুরুষ (৫৪)।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান গত ১৮ মে নমুনা থেকে সংগ্রহ করা হয়।  মঙ্গলবার আসা রিপোর্টে তার করোনা পজিটিভ  আসে।

এ নিয়ে মুন্সিগঞ্জ জেলার মোট করোনা আক্রান্ত ৪শ ৪৪ জন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন