প্রকাশিত: রবিবার, ৪এপ্রিল ২০২১ইং।। ২১শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২১ শা’বান ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেস্বরী নদীর কাটপট্রি গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে । যার বাজার মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা বলে নৌ পুলিশ জানিয়েছে । শনিবার (৩ এপ্রিল) দুপুরে জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিণ চালিত ট্রলার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ সময় মাছের সঙ্গে কাউকে পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ কবির হোসেন ঢাকা পোস্টকে জানান, মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাছগুলোর মূল্য ১৭ লাখ ৪০ হাজার এবং জব্দকৃত ট্রলারের মূল্য ৩ লাখ টাকা।
জব্দ করা জাটকা মাছগুলো মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও
গরীব লোকজনের মাঝে বিতরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’