প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২০ ইং ।। ৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। ২৫ শাবান ১৪৪১
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : টঙ্গীবাড়ীর এক পরিবারের ৬ জন সদস্য সকলেই মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পরিবারের একমাত্র উপার্জশীল ব্যক্তিটি সোমবার সকালে কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বাকীরাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার ভোরে নিহত ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। জানাজা শেষে তাকে ঢাকার তালতলা কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্র থেকে জানাগেছে, টঙ্গীবাড়ী যশলং গ্রমের ওই ব্যক্তি গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে ১৩ এপ্রিল তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইশোলেসনে ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ৬০ বছর।
তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং কাজের মেয়েও এই মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন তার নিকটাত্মীয়। তিনি ঢাকার গেন্ডারিয়ায় বসবাস করতেন। ঢাকায় তার ডিজিটাল কাপড়ের প্রিন্টিংয়ের ব্যবসা রয়েছে।
নিহতের ভাগিনা যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল দেওয়ান জানান, ১০ এপ্রিল অসুস্থ্য হয়ে তার মামা ও তার বড় মেয়ে কুর্মিটোলায় ভর্তি হন। পরের দিনই ১১ এপ্রিল অসুস্থ্য হয়ে তার স্ত্রী, ছোট মেয়ে, ছেলে এবং কাজের মেয়ে কুর্মিটোলায় ভর্তি হন। পরিবারের ৬ জন সদস্যের সকলেই করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলায় ভর্তি হয়েছেন। এর মধ্যে নিহত ব্যাক্তি ছাড়া বাকি ৫ জন এখনো ভর্তি রয়েছেন।
তিনি আরো জানান, পাঁচ জনের রিপোর্ট পজেটিভ আসলেও তার স্ত্রীর রিপোর্ট এখন পর্যন্ত তার পরিবারের হাতে আসেনি। সকলের আইইডিসিয়ারের রিপোর্ট হাতে আসলেও তার স্ত্রীর রিপোর্ট হাতে না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার। বড় মেয়ে একটু সুস্থ্য হলেও তার স্ত্রীর অবস্থার অবনতি হচ্ছে।