করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী স্ত্রীসহ হাসপাতালে ভর্তি

0
24
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী স্ত্রীসহ হাসপাতালে ভর্তি

প্রকাশিত :রবিবার, ১৪ জুন ২০২০ ইং ।। ৩১ জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রীসহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রোববার (১৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুফি আব্দুল্লাহিল মারুফ জানান,  করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তারা।

তিনি আরও জানান, গত ১১ জুন তাদের নমুনা পরীক্ষা করা হয়। ১২ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

দ্রুত রোগ নিরাময়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন