প্রকাশিত : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১১ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার কলেজ গুলোর মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফলে টানা তিন বার প্রথম স্থান অধিকার করে হেট্রিক করলো মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন শামুরবাড়ি এলাকায় অবস্থিত ইউনুস খান মেমোরিয়াল কলেজ।
মঙ্গলবার সকালে সারাদেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। ঢাকা বোর্ডের আওতাধীন ইউনুস খান মেমোরিয়াল কলেজ থেকে মোট ৫৬ জন পরীক্ষার্থী এইচএসসি ২০২৪ইং অংশগ্রহণ করেন। পাশের হার শতভাগ। এর মধ্যে ১৮ জন (অ+ )পেয়েছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫ জন।
ইউনুস খান মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মোঃফরিদুর রহমান খান বলেন, এলাকার প্রতি ভালোবাসা থাকার কারণে আমি আমার বাবার নামে কলেজটি প্রতিষ্ঠা করেছি। আমি আমার সাধ্য মত যতটুকু সময় পাই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে থেকে সর রকমের সাহায্যে সহযোগিতা করার চেষ্টা করি। পরপর টানা তিনবার জেলায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় তিনি শিক্ষার্থীদের অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন।
ইউনুস খান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল হুদা জানিয়েছেন, প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে প্রতিটা শিক্ষার্থীকে তিনি গুরুত্ব সহকারে যত্ন নিয়ে শিক্ষাদান করছেন। তার মতো প্রতিষ্ঠানের অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষিকা পাঠদান করিয়েছেন অনেক যত্ন ও গুরুত্ব দিয়ে। তাই আজ এই ফলাফল এর শুভাকাক্সক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকল শিক্ষার্থীদের তিনি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য এবছর বাতিল পরীক্ষার গুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor