ঈদে ঘরমুখো মানুষের স্রোত শিমুলিয়া ঘাটে

0
25
ফাইল ফটো

প্রকাশিত : শনিবার, ১৬ মে ২০২০ ইং ।। ২রা জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : কাজী সাব্বির আহমেদ দিপু,মুন্সিগঞ্জ থেকে : করোনা সংকটের মধ্যেই ঈদ সামনে রেখে রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বাড়ি ফিরতে শুরু করেছে বিভিন্ন পেশার মানুষ। গতকাল শুক্রবার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে জনস্রোত লক্ষ্য করা গেছে। শিমুলিয়া ঘাট থেকে চন্দ্রের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে সারিবদ্ধ ছোট ছোট যানবাহনের জট ছিল চোখে পড়ার মতো। শিমুলিয়া ঘাট এলাকায় ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

ঘাট সূত্র জানায়, গাদাগাদি করে ফেরিতে দাঁড়িয়েই পদ্মা পাড়ি দিতে দেখা গেছে যাত্রীদের। মানুষের চাপে ফেরিতে গাড়ি লোড-আনলোড করতে সমস্যা হচ্ছিল।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শুক্রবার থেকে শিমুলিয়া ঘাটের চিত্র পুরোটাই পাল্টে গেছে। করোনাকে তোয়াক্কা না করেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে শত শত মানুষ ছুটছে নিজ নিজ গন্তব্যে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র জানান, ১৩টি ফেরি চলাচল করলেও গাড়ি ও যাত্রীর চাপে ফেরিতে লোড-আনলোড করতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিআইডব্লিউটিসির এক স্টাফ করোনায় আক্রান্ত হলেও যাত্রীদের উপচেপড়া ভিড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। করোনা আতঙ্ক নিয়েই কাজ করতে হচ্ছে স্টাফদের।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন