প্রকাশিত: রবিবার,১১ জুলাই ২০২১ইং।। ২৭শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ই-ভ্যালির বিরুদ্ধে চলমান অনুসন্ধানের প্রয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন- দুদক। রবিবার (১১ জুলাই) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান।
তাদের গ্রেপ্তার করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানের পর মামলা হলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তদন্ত কর্মকর্তা।
অর্থপাচার মামলায় অনুসন্ধানের পর ডেসটিনির কর্মকর্তাদের গ্রেপ্তারের বরাত দিয়ে দুদক আইনজীবী বলেন, ই-ভ্যালির ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেয়া হবে।
এই মুহূর্তে যারা ই-ভ্যালি থেকে পণ্যের ক্রয়াদেশ দিচ্ছেন- তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান খুরশীদ আলম খান।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।