প্রকাশিত: শনিবার, ১মে ২০২১ইং।। ১৮ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৮ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :দুই মাসের নিষেধাজ্ঞা শেষে, আবারো শুরু হয়েছে ইলিশ আহরণ। মধ্যরাত থেকেই বিভিন্ন জেলার নদীতে নামছেন জেলেরা। আড়ৎদারদার ও জেলেদের আশা, এবার ভরা মৌসুমে প্রচুর ইলিশ মিলবে। এদিকে, আজ থেকে আগামী তিন মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর একশ’ কিলোমিটারে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী গেলো দুই মাসও এই এলাকায় ইলিশ সংরক্ষণ, পরিবহন, বাজারজাত এবং মজুদ বন্ধ ছিলো। নিষেধাজ্ঞা শেষে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকেই মাছ ধরতে নদীতে নামে জেলেরা।
মৎস্য বিভাগ বলছে, এবছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন বাড়বে। জেলে আর আড়ৎদাররাও ভরা মৌসুমে কাঙ্খিত ইলিশ পাবার বিষয়ে আশাবাদী। তবে, জাটকা সংরক্ষণে আরো দু’মাস নদীতে অভিযান চলবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
এদিকে, শনিবার থেকে আগামী ৩১শে জুলাই পর্যন্ত তিন মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিম ছাড়ার মৌসুমে কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।