ইতিহাসের এই দিনে

0
15
ইতিহাসের এই দিনে

প্রকাশিত : শনিবার ,১২ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৮শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৩শে মুহররম,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ শনিবার ,১২ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৮শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৩শে মুহররম,১৪৪২ হিজরী। ১২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৫তম (অধিবর্ষে ২৫৬তম) দিন। বছর শেষ হতে আরো ১১০ দিন বাকি রয়েছে।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৮৩ – অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৮৪৮ – সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।
১৮৭৮ – বৃটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
১৯০৫ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
১৯১৫ – ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
১৯২৪ – চীনে গৃহযুদ্ধ বাঁধে।
১৯৪৩ – জার্মানী মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৬১ – পরমাণু পরীক্ষা বিরোধী বান্ট্রন্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
১৯৭৪ – সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
১৯৮০ – তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।
১৯৯০ – মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৩ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৩ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।

জন্ম

৭৮৬ সালের এই দিনে আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম।
১৮৯৪ – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, একজন বাঙালি সাহিত্যিক।
১৮৯৭ – প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ এরিন জুলিও কুরি।১৯০৪ সালের এই দিনে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
১৯১৩ – বার্লিন অলিম্পিকে [১৯৩৬] চারটি প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অবিস্মরণীয় মার্কিন ক্রীড়াবিদ জেসি ওয়েন্স। ১৯১৬ সালের এই দিনে ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল জন্মগ্রহন করেন।
১৯৩১ – নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।(মৃ.১৭/০৮/২০০৪)                                                      ১৯৬৯ সালের এই দিনে বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম।
১৯৭২ – অভিজিৎ রায় বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশী-মার্কিন প্রকৌশলী, লেখক ও ব্লগার।
১৯৭৭ – অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান ব্রাকেন।

মৃত্যু
১৯৮১ – নোবেলজয়ী [১৯৭৫] ইতালিয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল।
১৯৯২ – অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩২)
২০০৯ – বাংলাদেশের বাউল গানের প্রখ্যাত শিল্পী শাহ আবদুল করিম।
২০১২ – অকালপ্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদ।
২০১৪ – প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।(জ.২১/১১/১৯২১)

ছুটি ও অন্যান্য
ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে ৷
বিশ্ব মনোসংযোগ দিবস ৷

নিউজটি শেয়ার করুন .. ..         

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

                   আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন