প্রকাশিত : মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ০৪ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৬২৪ – ২ হিজরী কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।
১২৫৬ – ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৭৩৫ – ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন।
১৮৮১ – ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারায়।
১৮৮৫ – ফরাসীরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল।
১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ – পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।
১৯৫৪ – হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।
১৯৬২ – আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৭৩ – ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।
১৯৮৯ – হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৯০ – দখলদার ইসরাইলী সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরো বহু ফিলিস্তিনী আহত হয়।
১৯৯১ – স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
২০০৫ – উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিল।
১৮২২ – রাদারফোর্ড বি. হেইজ্, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।
১৮৬২ – আলাউদ্দিন খাঁ,উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক। (মৃ.০৬/০৯/১৯৭২)
১৮৮৩ – নোবেলজয়ী [১৯৩১] জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।
১৮৯২ – ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী। (মৃ.২৯/১২/১৯৭৯)
১৯১৭ – রডনি রবার্ট পোর্টার, নোবেলজয়ী বিজ্ঞানী ও ব্রিটিশ চিকিৎসক।
১৯২২ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়। (মৃ.২০০৩)
১৯২৬ – পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।
১৯২৮ – ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৪৭ – হংসা যোগেন্দ্র, ভারতীয় যোগগুরু।
১৯৬৫ – জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।
মৃত্যু:
১৮৬৯ – ফ্রাংক্লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
১৮৮০ – বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।
১৯৩৬ – মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক। (জ.৩১/০৭/১৮৮০)।
১৯৪৩ – আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, এবং চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ।
১৯৫২ – মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক।
১৯৬৭ – ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি।
১৯৭৯ – জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা। (জ.১১/১০/১৯০২)
১৯৯২ – জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট।
১৯৯৪ – বিমল চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভানেতা। (জ.১৯১২)
১৯৯৮ – বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।
২০১১ – ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
২০১২ – বিদিত লাল দাস, বাংলাদেশী বাউল গায়ক ও সুরকার।
২০১৪ – আব্দুল মতিন, ভাষা সৈনিক
২০২০ – আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী। (জ.০৫/০৫/১৯৩৮)
ভারতীয় বায়ুসেনা দিবস।
প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস ৷
(বিজ্ঞাপন)
https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor